বাংলাদেশের বড় নদী মেঘনা নদী । এই মেঘনা নদীর শাখা নদী হলো ধর্মগঞ্জ নদী । আর এটি হলো মেঘনা নদীর শাখা নদী । এই নদীতে বিলীন হয়ে হিজলা উপজেলার ৪ নং বড়জালিয়া ইউনিয়নের প্রায় দুটি গ্রাম- বাউশিয়া ০৮ এবং বাউশিয়া ০৯। এই দৃশ্যটি হলো বর্ষায় মেঘনা নদী । এটি হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড বাউশিয়া গ্রামের বর্ষার সময় যে নদীতে ভাংগে তাহারই একটি দৃশ্য ।এই নদীতে জাতীয় মাছ ইলিশ ধরে অনেক জেলেরা জিবীকা নির্বাহ করে। আবার বর্ষার সময় মেঘনা কেড়ে নেয় অনেক লোকের বিটেবাড়ি অনেক মানুষকে করে দেয় সর্বশান্ত কেড়ে নেয় সবকিছু।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস